নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন এ খবর ১২ই মার্চ শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার রেশ না কাটতেই আজ ১৩ই মার্চ রবিবার সকাল ৯ টায় একটি বিশেষ বিমানে করে তার স্বামী ড্যানিয়েলকে নিয়ে মুম্বাই উড়াল দিয়েছেন তিনি।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় ১২ই মার্চ শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস-মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন তিনি।
শুধু সানি লিওনই নন, তার সাথে এসেছিলেন ভারতীয় একঝাঁক তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, গায়িকা শেফালির পাশাপাশি টালিউড থেকে নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নেচে গেয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়েছেন তারা। অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাক শিল্পী।
এদিকে, রাতভর নাচ-গান শেষে সানির সঙ্গে সকালেই ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলিউড ও টালিউডের এই তারকারা।
উল্লেখ্য, বলিউড ও টালিডউ থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবাই তাপস ও মুন্নির প্রতিষ্ঠান এম রেকর্ডস থেকে প্রকাশিত গানের মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। সানি লিওন, নারগিস ফাখরি, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।
নিষেধাজ্ঞার পরেও এরআগে ১২ই মার্চ শনিবার বিকালে প্রথমবারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় আসেন বলিউড গ্ল্যামার গার্ল সানি লিওন। ওই সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়, দু আঙুলে বিজয়ের চিহ্ন। অভিনেত্রী আপাদমস্তক সাদা পোশাকে। যেন যুদ্ধজয়ের হাসি তাঁর মুখে।শনিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবি ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখে জানিয়েছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।
তাছাড়া ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গিয়েছিলেন গান বাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।
এদিকে, সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করায় তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আমেরিকান পাসপোর্টে প্রবেশ করেছেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল বিষয়টি জানিয়েছেন।
পরে আরেক পোস্টে এই অভিনেত্রীকে সংগীত শিল্পী তাপস ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত। এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীত শিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি। তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, সময় এখন উদযাপনের।