নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু বলেছেন, রাজুকে রিমান্ড মঞ্জুর করে তার কাছ থেকে তথ্য নিয়ে রাজু বাহিনীর পুরো নেটওয়ার্ক ভেঙ্গে দেয়া হবে। তার সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দেয়া হবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। ২১ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সাংবাদিক সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে আমীর খসরু জানান, ফতুল্লায় রাজু বাহিনীর প্রধান রাজুকে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে দাপা ইদ্রাকপুর শৈলকুড়িয়া মার্কিনই এ বি এম জোবায়ের সিএনজি ফিলিং ষ্টেশনের পিছনে ঝোপের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ ২০টির অধিক মামলা রয়েছে। আমরা তাকে একাধিক মামলায় আদালতে প্রেরণে করেছি। আমাদের পুলিশ এর আগে এই বাহিনী প্রতিপক্ষ সালুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আগে থেকেই আমাদের পুলিশের নজরদারী ছিলো রাজু বাহিনীর উপর, ফতুল্লা থানা পুলিশের টিম গোয়েন্দা টিম কাজ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন, উপ-পুলিশ পরিদর্শক (ইনচার্জ, আইসিটি এন্ড মিডিয়া) হাফিজুর রহমান সহ প্রমুখ।
এর আগে ২০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৭টায় ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এর তত্ত¡াবধায়নে এসআই (নি:) মো. আরিফ পাঠান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়িয়া মার্কিনই এ বি এম জোবায়ের সিএনজি ফিলিং ষ্টেশনের পিছনে ঝোপের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতি প্রস্তুতকালে অভিযুক্ত রাজু প্রধান (৩২) ও শুভ (২৭) কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার চাকু ও একটি লোহার হাতন মুক্ত ধারালো ছুরি এবং ২টি লোহার রড উদ্ধার করা হয়।
রাজু প্রধান ফতুল্লা পশ্চিম দেওভোগের বাঁশমূলী কাশিপুর এলাকার রিয়াজ প্রধান ওরফে রিজুয়ান প্রধানের ছেলে এবং অপরজন শুভ ফতুল্লার মাসদাইর ছোট গোরস্থান এলাকার শাহজালাল শারুর ছেলে।