রাজনীতিবিদরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবসেবা করে : এইচ.এম.দুলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল বলেছেন, যারা রাজনীতি করেন তারাও প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মানব সেবা করে থাকেন। রাজনীতির মাধ্যমে মানুষের কল্যান সাধন করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব দরবারে মাদার অব হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সবাইকে মানুষের পাশে দাড়াতে হবে। মানব সেবায় কাজ করতে হবে। ৪ই সেপ্টেম্বর বুধবার বিকালে সোনারগাঁ উপজেলার পৌর এলাকার খাসনগর দিঘীরপাড়ে অবস্থিত কেন্দ্রীয় গণবিদ্যলয় (বেইস) এ বাংলাদেশ মানবাধিকার সংস্থা সোনারগাঁ আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত কমিটির পরিচিতি সভায় উদ্ধোধকের ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ আঞ্চলিক শাখার সভাপতি কোহিনুর ইসলাম রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি ডাঃ আনোয়ারুল ফরাজী ইমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক সৈয়দ আজমল।

উক্ত  উদ্ধোধনকালীন সভায় তিনি আরো বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ নিরলস ভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। এ সংগঠনের সোনারগাঁ আঞ্চলিক কমিটিতে যারা রয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। সংগঠনের সভাপতি কোহিনুর ইসলাম রুমাকে আমি সোনারগাঁ আওয়ামীলীগের অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করতে চাই। নানা ঘাত প্রতিঘাত, চরাই উতড়াই পেরিয়ে রুমা আজকের অবস্থানে এসেছে। এ সংগঠন রুমার মতো একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতি কোহিনুর ইসলাম রুমা তার বক্তব্যে বলেন, আমরা যা উপার্জন করি সে অর্থ সংসারে ব্যয় করে যদি একটি টাকাও বাচে সে টাকা দিয়ে আমরা মানব সেবা করবো। এটাই আমাদের চাওয়া। আজকে এমন একটি দিনে আমি অনুষ্ঠানটি করছি যেই দিনে ২০০১ সালে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। আমি নৌকায় ভোট দেওয়ার অপরাধে তৎকালিন বিএনপি জামাত জোট সরকারের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে ছিলো। তারা সেদিন হামলা চালিয়ে আমার মানবাধিকার লুণ্ঠিত করেছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার পরিচিতি পর্ব শেষে নব গঠিত কমিটির পক্ষ থেকে সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডেও কাউন্সিলর ও প্যানেল মেয়র লায়ন মো. আলী আকবরকে সংবধনা দেয়া হয়। সম্পতি তিনি বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট ও ফুল দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপক্রিড়া সম্পাদক মোহাম্মদ হোসাইন, পৌরসভার প্যানের মেয়র লায়ন মোঃ আলী আকবর, বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর নুরুন নাহার রিতা, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সিংগাপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন জয়, উপজেলা আওয়ামীযুবলীগের প্রচার সম্পাদক নাছিরউদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত