নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের নবাব সলিমুল্লাহ সড়কে রাজউক কর্তৃক ৯টি প্লট বিক্রির জন্য আহবানকৃত টেন্ডার প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য উচ্চ আদালত।
গত ১৭/০৭/২০১৭ইং তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হকার মার্কেট সহ ৯টি প্লট বিক্রির জন্য টেন্ডার আহবান করলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র গত ০২/০৮/২০১৭ইং তারিখে মহামান্য উচ্চ আদালতে একটি রীট পিটিশন দায়ের করেন। রীট পিটিশন নং- ১০৭৮০/২০১৭।
নাসিক মেয়রে রীট পিটিশন আমলে নিয়ে দীর্ঘ শুনানী শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহামান এর বেঞ্চ রাজউক কর্তৃক আহবানকৃত টেন্ডার কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন।
নাসিকের পক্ষে আইনজীবি ছিলেন এড. মো: আশরাফ আলী ও এড. মানছুরুল হক শফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো: মোখলেছুর রহমান।