নারায়নগঞ্জ বার্তা ২৪(নিজস্ব প্রতিনিধি) : রাজউকের কালো হাত ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও, দুনিয়ার মজদুর এক হও স্লোগানে টেক্সি ও মাইক্রো স্টান্ডের মালিক শ্রমিক পরিষদ ভিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় স্টান্ড প্রাঙ্গন থেকে শুরু করে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি সমাপ্তি করে। টেক্সি ও মাইক্রো স্টান্ডের মালিক সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন নারায়নগঞ্জ বার্তাকে জানায়, বিনা নোটিশে আমাদের এই স্টান্ড ৯ ডিসেম্বর উচ্ছেদ করা হবে আজকে বিকালে মাইকিং করা হয়। রাজউকের আচমকা এই ঘোষনায় আমরা বিক্ষোভ করছি। অথচ আমাদের স্টান্ড সম্পূর্ন বৈধ। আমরা সিটি করপোরেশন থেকে চলতি বছরের জুলাই মাসে এই টেক্সি ও মাইক্রো স্টান্ডের ১ বছরের লিজ নিয়েছি। যার সম্পূর্ন বৈধ কাগজ আমাদের কাছে আছে। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং হঠাৎ এই ঘোষনা কেন এ বিষয়ে আগামিকালের মধ্যে কোন সমাধান না হলে আগামিকাল আমরা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শান্তিপূর্ন ধর্মঘট পালন করব। এসময় উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি নুরু মিয়া, সাধারন সম্পাদক মনির হোসেন। আরো উপস্থিত ছিলেন শ্রমিক সমিতির সভাপতি জামাল, সাধারন সম্পাদক নাসির ও অন্যান্য নেতৃবৃন্দ।