রাইফেল ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মহান বিজয় দিবস উদযাপন ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের শ্যূটিং রেঞ্জে ২০তম বীর মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার ও ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী। ২৫ মিটার দূরত্বে .২২ রাইফেল স্পোটিং শ্যূটিং প্রতিযোগিতায় জেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণের নিমিত্তে রেজিস্ট্রেশন করেন। দিনব্যাপী শ্যূটিং প্রতিযোগিতায় মু্িক্তযোদ্ধাদের শীতের চিতই পিঠা, ভাঁপা পিঠা, ঝাল মুড়ি, ঘিয়ে ভাঁজা জিলাপী, চা-কফি দ্বারা আপ্যায়িত করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মোস্তাইন বিল্লাহ  বিজয় দিবস শ্যূটিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানানোর জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একদিন আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁিপয়ে পড়েছেন এবং দেশের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল বলেন যে, মুক্তিযোদ্ধাদের পুরনো স্মৃতি আর্কাইভে সংরক্ষনের জন্য ভিডিওতে ধারন করার উদ্যোগ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব হতে নেয়া হয়েছে। মুক্তিযোদ্ধাগণ তাদের পুরনো স্মৃতি এসে বলতে পারেন। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল ইসলাম সভায় বলেন, আমরা আপনাদের সন্তান, আপনারা দেশ স্বাধীন না করলে আমরা বাংলাদেশ পেতাম না। আমরা আপনাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

অনুষ্ঠানে ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, অর্থ সম্পাদক জাফর উল্লাহ খান চেঙ্গিস,মহিলা সম্পাদিকা আলেয়া সারোয়ার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক চন্দন শীল, কার্যকরি সদস্য মোস্তফা কামাল, অংকন চন্দ্র সাহা, আলী আকরাম তারেক, মাসুদ পারভেজ, এহসানুল হাসান  নিপু, সাধারণ সদস্য মোদাচ্ছেরুল হক দুলাল, আনোয়ারুল আলম বাবু, সোহেল আক্তার সোহান, খন্দকার মাহবুবুল ইসলাম সোহেল, আফরোজা ওসমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে শ্যূটিং প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, প্রাক্তন শ্যূটিং সম্পাদক মো. শফিকুজ্জামান, প্রাক্তন শ্যূটার কমর উদ্দিন আহাম্মদ, জাতীয় শ্যূটার মাহমুদুল হাসান সজীব প্রমুখ। জাজের দায়িত্ব পালন করেন জাতীয় শ্যূটার সুরাইয়া আক্তার।  বাংলাদেশের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মুক্তিযোদ্ধাদের জন্য শ্যূটিং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মধ্যাহ্ন খাবারের পর বিকাল ২টায় শ্যূটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক চন্দন শীল, মুক্তিযোদ্ধা জুলহাস মিয়া ও ২০২০ সালে বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

শ্যূটিং প্রতিযোগিতার ফলাফল :

মুক্তিযোদ্ধা পুরুষ : হাজী মো. নুরুউদ্দিন  ১ম, স্কোর ২৬, সিরাজুল ইসলাম, ২য়, স্কোর ২৪ ও নজরুল ইসলাম ৩য় স্কোর ২৩।

মুক্তিযোদ্ধা মহিলা : ফরিদা আক্তার ১ম স্কোর ৪, মুক্তা বেগম, ২য় স্কোর ৩ ও শিখা চক্রবর্তী ৩য়, স্কোর ২।

add-content

আরও খবর

পঠিত