নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : তীব্র প্রতিদ্বন্ধিতা। দর্শকরা খুশি ম্যাচ দেখে। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি হয়ে উঠে প্রাণবন্ত। ৩ উইকেটে জয় পায় সামসুজ্জোহা স্মৃতি একাদশ। হারলেও দর্শকদের প্রশংসা পেয়েছে রাইফেলের ছেলেরা। শেষ পর্যন্ত ম্যাচে ছিল তারা।
সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ২১ তম ম্যাচে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে টস জিতে সামসুজ্জোহার অধিনায়ক রাইফেল ক্লাবকে ব্যাট করতে পাঠায়। আরিফুল ইসলাম সজলের ফিফটির ওপর ভর করে দলটি ৪৮.৩ ওভারে ২০৫ রান তুলতে সক্ষম হয়। সজল ৮৫ বল খেলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ৬৪ রানে। জাহিদ জাভেদ ফিরেছেন ২৯ রানে। ৩০ বলে ৫ চারে তিনি এ রান করেন। ওপেনার জুবায়ের ৮৯ বল খেললেও একপ্রান্তে টিকে ছিলেন অনেকক্ষণ। ১ বাউন্ডারিতে ফিরেন ৩১ রানে। নবীন ইসলাম ১৭ করেন ৩ বাউন্ডারিতে এবং সাকিব ৮ বলে ১ ছক্কা ও ১ চারে করেন ১৩ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ২৫ রান। সামসুজ্জোহা স্মৃতির স্পিনার নাঈম ইসলাম ৪৪ রানে ৪টি এবং অলিউল্লাহ ৪৯ রানে পান ২ উইকেট। ২০৬ রান করলে জয়। দলের হয়ে যারা ব্যাট করতে নেমেছেন সবাই কিছু ভূমিকা রেখেছেন। সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে আসে জয়। অধিনায়ক পারভেজ ৫২ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে করেন ৪০ রান। মার্শাল আইয়ুব ৬১ বলে ৫ বাউন্ডারিতে ফিরেন ৩৮ রানে। ছক্কা নাঈম ৮০ বল খেলে ২ বাউন্ডারিতে আউট হন ৩৭ রানে। মারুফ ২ বাউন্ডারিতে ১৫, ইমরান ১ বাউন্ডারি ও ১ চক্কায় ১৪ এবং আব্দুল কাদির সজল ফিরেন ২৮ রানে ৪ বাউন্ডারিতে। রাইফেলের হাবিবুর রহমান নাইম পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
রাইফেল ক্লাব : ২০৫/১০ (৪৮.৩ ওভার) আরিফুল ইসলাম সজল-৬৪, জুবায়ের-৩১, জাভেদ-২৯, নবীন-১৭, সাকিব-১৩। অতিরিক্ত-২৫। নাইম ইসলাম-৪/৪৪, অলিউল্লাহ-২/৪৯।
সামসুজ্জোহা স্মৃতি একাদশ : ২০৬/৭ (৪৯ ওভার) পারভেজ-৪০, মার্শাল আইয়ুব-৩৮, নাইম ইসলাম-৩৭, সজল-২৮, মারুফ-১৫, ইমরান-১৪। অতিরিক্ত-১২। হাবিবুর রহমান নাইম-৩/৪০। আম্পায়ার : মুজাহিদ স্বপন ও মো. আসাদ। স্কোরার : নাসির ও ডালিম (অল লাইন)।
আগামী ১৭ জানুয়ারি রবিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে আলীগঞ্জ ক্লাব ও রেইনবো এ্যাথলেটিকস ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।