নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : এক ম্যাচ দূরে শিরোপা। বর্তমান চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ৭৪ রানে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে পরাজিত করে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকলো। ২৭শে জানুয়ারি বুধবার সকালে পীচ ভেজা থাকায় খেলা নির্ধারিত হয় ৪৫ ওভারে। প্রথমে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর আনিসুল ইসলাম ইমন সেঞ্চুরি করার পর পরাজিত দল রাইফেল ক্লাবের উইকেট কিপার রইস উদ্দিনও সেঞ্চুরি হাকিয়েছেন।
সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৩০ নং ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা ৬ উইকেটে ৩৩৭ রান তোলে। অধিনায়ক ইমন ৯৭ বলে সেঞ্চুরি করেন। চার মেরেছেন ১৩টি ছক্কা মেরেছেন ২টি। রাফসান ফিরেছেন ৫০ এ। ৩৭ বল খেলে চার মেরেছেন ৪টি এবং ছক্কা মেরেছেন ৩টি। তুফানি ব্যাট করেছেন ইমরান জহির। ২৭ বলে করেন ৬২ রাান। ৬ ছক্কা ও ৩ বাউন্ডারি মেরেছেন তিনি।সৈকত ৪৬ বলে ৩২, জিসান ৩২ বলে ২৯ এবং ওপেনার শাহজাহান ফিরেন ২১ রানে। রাইফেল ক্লাবের সাজিদ হাসান ২২ রানে এবং আরিফুল সজল ৬৬ রানে পান ২টি করে উইকেট। ৩৩৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দল হারলেও সেঞ্চুরি পেয়েছে তাদের উইকেট কিপার রইস উদ্দিন।১২৮ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ১১০ রানে। সানি প্রধান ৩১ বলে ২ চার ও ৪ ছক্কায় ফিরেন ৪৪ রানে। নুরুজ্জামান মাসুম ৪০ বলে ২ চার ও ৪ ছক্কায় আউট হন ৪২ রানে। নাইম ৪ বাউন্ডারিতে ফিরেন ১৭ রানে। ক্রিকেট একাডেমীর আলমগীর ১৪ রানে ৩টি এবং শাহজাহান ৩৬ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ৩৩৭/৬ (৪৫ ওভার) ইমন-১০২, রাফসান-৫০, ইমরান জহির-৬২, সৈকত-৩২, জিসান-২৯, শাহজাহান-২১। অতিরিক্ত-২৬। সাজিদ-২/২২, সজল-২/৬৬।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব : ২৬৩/১০ (৪৪.২ ওভার) রইস উদ্দিন-১১০, সানি-৪৪, মাসুম-৪২, নাইম-১৭। অতিরিক্ত-৩৬। আলমগীর-৩/১৪, শাহজাহান-২/৩৬। আম্পায়ার : মাহবুব হোসেন বিজন ও আরমান হোসেন সাদ্দাম। স্কোরার : নাসির ও ডালিম (অল লাইন)।
২৮শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সামসুজ্জোহা স্মৃতি একাদশ ও কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।