রমজান এবং লকডাউ‌নেও বিরতিহীন, ইয়ার্ন মার্চেন্টে ২২ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে গত ১৪ই এপ্রিল থেকে আগামী ২১ই এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলছে এবং প্রাচ্যের ড্যান্ডি খ্যাত বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ করোনার প্রার্দুভাব বেড়েই চলেছে সেখানে রমজান এবং লকডাউনেও বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জের শহরের সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে প্রতিদিনের মত শনিবার বসছিল জুয়ার আসর। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে জুয়া খেলার সময়ে হাতে নাতে ২২ জন জুয়ারীকে গ্রেফতার করেছে ্যাব১০ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই এপ্রিল রবিবার ভোররাত সায়া ৩টায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সময়ে হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়। সময় তাদের কাছে থাকা জুয়া খেলার ৩১২ পিস তাস নগদ লাখ ৩১ হাজার শত টাকা উদ্ধার করা হয়। পরে সকালে তাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ ১৮ই এপ্রিল রবিবার র‌্যা১০ এর হাবিলদার মো: আলমগীর হোসেন বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৮৬৭ সনের জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো : টানবাজার নিবাসী দিলীপ চন্দ্র সাহার পুত্র সর্বজিৎ সাহা (৪৩), মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন হাসাইল এলাকার মৃত মিনহাজ উদ্দিন শেখের পুত্র মো: আলমগীর (৫৬), টানবাজার নিবাসী নারায়ণ চন্দ্র রায়ের পুত্র কৃষ্ণ রায় (৪২), ১৪/১৫ আরকে দাস রোডের বাসিন্দা নিতাই চন্দ্র রায়ের পুত্র লিটন কুমার রায় (৪৬), বন্দর রেললাইনের মৃত চান মোহাম্মদের পুত্র মো: কমল ওরফে বাবু (৩২), জালকুড়ি মিজিরবাড়ি এলাকার বাসিন্দা আবুল ফয়েস হাওলাদারের পুত্র মো: এনামুল (৩২), শহরের বালুরমাঠ এলাকার মৃত আব্দুল আলী মো: হাসান জামান (৪৭), শহরের গলাচিপা আউয়াল চেয়ারম্যানের বাড়ি এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র মো: নজরুল (৪৫), ব্রাক্ষ্মনবাড়ি জেলার নবীনগর থানাধীন ইব্রাহিমপুর এলাকার মৃত নারায়ণ চন্দ্র সাহার পুত্র বর্তমানে টানবাজার প্রিতম প্লাজার বাসিন্দা রিপন কুমার সাহা (৪৫), ভৈরবের টিনবাজার এলাকার জহর সাহার পুত্র বর্তমানে বন্দর আমিন আবাসিক এলাকার বাসিন্দা লক্ষণ সাহা (৩০), মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাহাদুরপুর এলাকার মৃত শওকত আলীর পুত্র বর্তমানে ১নং বাবুরাইল বউবাজার এলাকার বাসিন্দা হাফিজুর রহমান(৩৮), ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার মৃত আয়নাল হকের পুত্র বর্তমানে ইসদাইর রসুলবাগ এলাকার বাসিন্দা মো: সোলায়মান (৩৪), কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার টংকি এলাকার মৃত অনুকুল চন্দ্রের পুত্র বর্তমানে ৩২নং টানবাজারের বাসিন্দা তাপস কুমার শীল (৪৭), বন্দরের মদনগঞ্জ এলাকার আব্দুর রহিমের পুত্র মো: শুক্কুর মিয়া (৪৯), মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন লক্ষ্মীবিলাশ এলাকার মৃত সাধু বৈদ্যের পুত্র বর্তমানে উত্তর চাষাঢ়া ব্যাপারী ভিলার বাসিন্দা শ্যামল বৈদ্য (৪২), শহরের নিতাইগঞ্জের ৬৭ নং নলুয়া রোডের মো: সানাউল্লাহর পুত্র মো: আবু সাবেদ প্রিন্স (৩০), চাঁদপুর জেলার সপর আলী এলাকার মুসলিম খানের পুত্র বর্তমানে যাত্রাবাড়ি শেখদী চৌরাস্তার বাসিন্দা মো: জলিল খান (৫৭), দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার পুত্র মো: রুবেল (৩৪), ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হান্নান সাহেবের বাড়ির ভাড়াটিয়া মৃত এনায়েত তালুকদারের পুত্র মো: রুস্তম (৫৬), শরীয়তপুর জেলার পালং থানাধীন কোয়ারপুর এলাকার মৃত : হানিফ খানের পুত্র বর্তমানে যাত্রাবাড়ি দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার বাসিন্দা মো: মনির হোসেন (৪১), ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার উজানচরের মৃত নারায়ণচন্দ্র সাহার পুত্র বর্তমানে ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা জীবন কুমার সাহা (৪৪), ৫৫/ টানবাজারের মৃত অনু সাহার পুত্র রিপন সাহা (৪৭)

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে জুয়া খেলা হয় বিষয়টি জানা ছিল না। র‌্যা সেখানে অভিযান চালানোর সময় আমাদের সাথে নিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়িদের থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত