রমজানে ৭টি ইস্যু পালন ও বাস্তবায়নের দাবীতে নগরীতে স্বাগত মিছিল

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) :  নগরীতে আসন্ন মাহে রমজান উপলক্ষে ৭টি ইস্যু পালন ও বাস্তবায়নের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ  নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটির উদ্যোগে স্বাগত মিছিল করা হয়েছে।  শুক্রবার ২৬ ই মে বাদ জুম্মা ডি.আই.টি চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ-এর সঞ্চালনায় এবং সভাপতি মুফতী মুহা. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত মিছিলপূবর্ক পথসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখুন। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হলো মাহে রমজান। রমজান মাসেই মহান আল্লাহ পবিত্র কুরআন নাযিল করেছেন। কুরআন নাযিল হওয়ার কারণেই এ মাস এতো মর্যাদাপূর্ণ। পবিত্র কুরআনের অনুশাসন অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। গরীব-দুঃখীসহ সকলে ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার।

পথ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা আহব্বায়ক মাও: আনোয়ার হোসেন জেহাদী, সদস্য সচিব মোহাম্মদ উল্যাহ মহানগর সভাপতি আব্দুল হাই, নূর হোসেন, মামুনূর রশিদ সহ উক্ত সংগঠনটির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা।

এসময় তারা মাহে রমজানের পবিত্রতায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ, অপসংস্কৃতি, অশ্লীলতা ও গণমাধ্যমে নারীদের নেতিবাচক উপস্থাপনা বন্ধ, গণপরিবহন সংকট ও যানজট নিরসন, অযৌক্তিক বাস ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়কের দাবি জোরদার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ দাবি জানায়।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন জিহাদী, সদস্য সচিব হাফেজ মাও. মোহাম্মদ উল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শাহাদাত হোসাইন খান, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহা. মামুনুর রশিদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ডা. মুহা. মিজানুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম না.গঞ্জ মহানগরের সদস্য সচিব মুহা. আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি ডা. মুহা. সাইফুল,  নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি মুহা. দেলোয়ার হোসেন, বন্দর থানার সেক্রেটারি আবুল হাসেমসহ নগর ও থানা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত