রবিবার সাংবাদিক সৈয়দ লিংকনের দেহে অস্ত্রোপচার, দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর দেহে অস্ত্রোপচার করা হবে।

২১শে মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ শাখার চাষাড়া বালুমাঠ অবস্থিত এ্যাপোলো ক্লিনিকে তার ভর্তি হওয়ার কথা রয়েছে। সাংবাদিক লিংকনের চিকিৎসার তত্ত্ববধায়নে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর পাইলস রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট সার্জন ডা. মো.জাহাঙ্গীর হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সাংবাদিক লিংকন শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। পরবর্তিতে বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী অস্ত্রোপচার এর সিন্ধান্ত নেয়া হয়। রবিবার বিকালে সাংবাদিক সৈয়দ লিংকনের দেহে অস্ত্রোপচার করা হবে।

এদিকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে তিনি যেন খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠতে পারে এবং আবারো সাংবাদিকতার মহান পেশার কাজে নিয়োজিত হয়ে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারে এজন্য তার সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খি সহ সকলের প্রতি দোয়া কামনা করেছেন তার পরিবার।

add-content

আরও খবর

পঠিত