নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সদর থানাধীন গোপচর গোগনগর এলাকার মো: আলী বেপারির লাউ গাছ কিট নাশক বিষ দিয়ে ধ্বংস করেছে এমন অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম ও মোবারক গংদের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার গোগনগর গোপচর এলাকার গোপচর মৌজাস্থ সিএস দাগ নং ২৫২০,জামির পরিমান ১ শ ৭ শতাংশ জোতের মালিক মরন আলী ও নি:সন্তান চাচাতো দাদা মৃত জমির আলীর নিজ পৈত্তিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখল করিয়া আসিতেছি এবং উক্ত জমিতে শাক-সবজির চাষাবাদ করিয়া জীবীকা নির্বাহ করিয়া আসিতেছি। কিন্তু বিবাদীদ্বয় আমাদের পৈত্তিক সম্পর্তি জোর পূর্বক দখল করার পায়তারা করাতে আমারা নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করি যা বর্তমানে চলমান রয়েছে।
কিন্তু বিবাদীরা মামলার রায়ের অপেক্ষা না করে গত সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টায় নালিশা জমিতে দাড়িয়ে আমাদেরকে মামলা তুলে ফেলতে বলে। মামলা না তুলে নিলে আমাদের জান-মালের ক্ষতি সাধন করিবে বলেও হুমকি দেয়। এতে ক্ষান্ত না হয়ে বিবাদী রফিকুল ইসলাম ও মোবারক সিকদারসহ তাদের বাহিনীরা রবিবার (৪ ডিসেম্বর) সকালে আমার জমিতে থাকা লাউ গাছসহ ফসলাদিতে কিট নাষকযুক্ত (বিষাক্ত) বিষ দিয়ে ধ্বংশ করে ফেলে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে। যাহার নং- ১৪৯৯ তাং-২৯-১০-১৬ ইং।