নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : রথযাএাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন। গত ২৫ জুন রবিবার থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসবটি নারায়ণগঞ্জের আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। যা উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটার কথা রয়েছে ৩ জুলাই আগামীকাল সোমবার।
এদিকে ঢাকার ধামরাইয়ে উল্টো রথযাত্রায় জঙ্গি হামলার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য ধামরাইয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বন্ধ করে দিলেও নারায়ণগঞ্জে তেমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সোচ্চার রয়েছে। ঐতিহ্যবাহী এই রথযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টি জানাজানি হওয়ার পর এ উৎসব ঘিরে অনেকের মাঝেই এখন আতঙ্ক বিরাজ করছে।
দুস্কৃতিকারীরা যাতে কোন মতেই কোন রকম অপকর্ম করতে না পারে সেদিকে সচেতন রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জনগনের জান মালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরাও। আর এরই ধারাবাহিকতায় বর্তমানে খুব ব্যস্ততায় সময় পার করছেন জেলার প্রতিটি থানার কর্মরত অফিসাররা।
এ ব্যপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেছেন, জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় পুলিশ সতর্ক রয়েছে। কোনো গোলযোগের সম্ভাবনা নেই। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালন করতে আমাদের পুলিশ সদস্যরা যেহেতু সোচ্চার রয়েছে সেহেতু ভীত হওয়ার কোন কারণ নেই। আশা করছি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান উল্টো রথযাত্রা সফল হবে।