রক্ত দিয়ে আমরা বাঙ্গালি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছি : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাঙ্গালি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছি। বাংলা ভাষা আমাদের স্বাধীনতার যুদ্ধের চেতনা। ভাষা আন্দোলনকে ঘিরেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। মাতৃ ভাষাই যুদ্ধের জন্য আমাদের সাহস যুগিয়েছে। আর বাংলা ভাষার এ সংস্কৃতির ক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত রূপগঞ্জ প্রেসক্লাব ও বগুড়ার আমতলী মডেল স্কুলের শিক্ষা মেলার ৩য় দিনে বুধবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি আছে। আমরা বাঙ্গালি আমাদেও সংস্কৃতি বাংলা। যারা বাঙ্গালি সংস্কৃতিবাদ দিয়ে বিদেশী সংস্কৃতিচর্চা কওে তারা দেশ প্রেমিকনয় দেশেরশত্রু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল আহসান, ঢাকা জেলার এডিসি আবুলফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত শিল্পি খুরশিদ আলম, কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা।

শিক্ষা মেলার আয়োজক কমিটির সভাপতি মীর লিয়াকত আলী ও সাধারন সম্পাদক লেখক কলামিস্ট মীর আব্দুল আলীমের প্রচেষ্ঠায় তিন দিনব্যপী আয়োজিত মেলায় দেশের প্রাচীনইতিহাস থেকে শুরুতরে সাম্প্রতিক প্রেক্ষাপটের বিভিন্ন আলোকচিত্র, মুক্তিযুদ্ধকালীন নিদর্শনের পাশাপাশি পূর্বাচলের বাঙ্গাল বাড়ি ঘরের বিভিন œপুরাতন সংগ্রহ শোভাপায়। এছাড়া ভাষা আন্দোলননিয়ে লেখানাটক প্রতিজ্ঞা মঞ্চস্থ্য হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিকআলম হোসেন, শামিমমাহাবুব, শাহিন স্বপন, আলহাজ¦ আব্দুলমতিন, অ্যাড. সাইফুররহমান স্বপন, শিক্ষকসফিকুলইসলাম, অধ্যক্ষআব্দুলআউয়াল, ফরহাদুলকবির, ছাত্রলীগ নেতা ফয়সাল আলম শিকদার, শেখ ফরিদ ভুইয়া মাসুম, ইমাম হাসান খোকন সহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত