রওশন আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সাবেক ড্যাফোডিল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবিকা রওশন আরা বেগম এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ১০ই সেপ্টেম্বর রোববার বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

এসময় রওশন আরা বেগম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া সকালে মরহুমার কবর জিয়ারত, কোরআন খানি ও দুপুরে এতিম এবং মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।

কুলখানিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গসহ মরহুমার আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীরা অংশগ্রহণ করেন।

add-content

আরও খবর

পঠিত