যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ): দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় আছিয়া বেগম নামে এক গৃহবধূকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে।

আছিয়া বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত এক বছর আগে ডেমরা থানার ঠুলঠুলিয়া গ্রামের মোঃ নূর মোহম্মদের ছেলে আমির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিবাহের সময় গৃহবধূর পিতা নজরুল ইসলাম  যৌতুক হেসাবে নগদ টাকা ও স্বর্নালংকারসহ দুই লাখ টাকার মালামাল প্রদান করেন। বিয়ের কিছুদিন পর হতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে আরো  এক লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে।

রোববার সকালে ফের যৌতুকের টাকার জন্য গৃহবধূকে চাপ প্রয়োগ করলে আছিয়া বেগম যৌতুকের টাকা এনে দিতে পারবেনা বলে তাদেরকে  জানিয়ে দেয়।  এসময়  স্বামী আমির হোসেন, শ্বশুর নূর মোহম্মদ, শ্বাশুরী আনোয়ারা বেগম, ননদ তানজিলা আক্তার  তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে বাপের বাড়ি পাছিয়ে দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত