নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আসলে এ কথাটি সঠিক বলে আমি মনে করিনা। আমি মনে করি যে যোগ্য এবং যাকে ভোট দিলে আপনার এলাকায় হবে উন্নয়ণ। যাকে ভোট দিলে আপনার এলাকা থাকবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত। শনিবার (৮ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুরে নারায়ণগঞ্জ-৪ আসনে সরকার দলীয় প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানের পক্ষে-স্থানীয় যুবলীগ নেতা মনির, সেলিম ও নজরুলের তত্বাবধানে আয়োজিত ঊঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ওই সাংসদের সহধর্মিনী লিপি ওসমান এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে দাবী করে বলেন, এই নির্বাচনী এলাকায় যত উন্নয়ণ দেখেন তা একমাত্র শামীম ওসমানের অবদান। এমন কোন স্থান নেই যেখানে তাঁর উন্নয়নের ছোয়া লাগেনি।
লিপি ওসমান আরো বলেন, বিগত ৩০ বছর ধরে ডিএনডি’র ২০ লক্ষ মানুষ প্রতি বর্ষা মৌসুমে পানির নীচে তলিয়ে থাকত। সেই সীমাহীন দূর্ভোগ থেকে এত বিশাল সংখ্যক মানুষদের স্থায়ীভাবে মুক্তি দিতে সরকারের কাছ থেকে সাড়ে ৫’শ কোটি টাকা বরাদ্ধ এনেছে আপনাদের প্রিয় নেতা শামীম ওসমান। সেনাবাহিনীর তত্বাবধানে সেই প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। সুতরাং যে নেতা আপনাদের কল্যানের জন্য এত উন্নয়ন করে যাচ্ছে, সেই নেতাকে ৩০ তারিখের নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেনকিনা তা আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। লিপি ওসমান সেখানকার উঠান বৈঠক শেষ করে চর কাশিপুর এলাকায় গিয়ে স্থানীয় যুবলীগ নেতা মো. জুয়েল, হাবিবুর রহমান হাবিব ও গোল মো. হালিমের নেতৃত্বাধীন উঠান বৈঠকে যোগদান করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উভয় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউপি চেয়ারম্যান এম সাইফ উল্লাহ্ বাদল, প্যানেল চেয়ারম্যান আইয়ূব আলী, একই ইউপির সাবেক চেয়ারম্যান মোমেন সিকদার, স্থানীয় যুবলীগ নেতা মশিউর রহমান দুলাল, জুয়েল, মো. নাসির, মো. শরিফ, স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল বারেক মাতবর, মো. সিরাজ মিয়া ও কাজল প্রমূখ। এছাড়া লিপি ওসমানের সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।