যুব সমাজ সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে : আবদুর রহিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম বলেছেন, সুন্দর সমাজ গড়তে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক থেকে এ সমাজকে বাঁচাতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে।

২১ই ডিসেম্বর মঙ্গলবার বিকালে ফতুল্লা থানা ছাত্রলীগের উদ্যোগে ফতুল্লা প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্রলীগের রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সুন্দর সমাজ বিনির্মাণে তাঁদের এগিয়ে আসতে হবে।

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুম বলেন, যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে হলে ছাত্রদের কাজ করতে হবে। ছাত্র নেতা উদ্যোগ নিলে সমাজ থেকে মাদক উঠে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম লিটন, সদস্য মো: সেলিম হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সামিউন সিনহা, শফিকুল ইসলাম শুভ, গাজী মাসুদ শান্ত, বাহারুল ইসলাম, আল-আমিন কবির, আব্দুল হাকিম, মাহমুদ হোসেন সাজেদিন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত