যুব সমাজের আলোর উদ্যোগে রিক্সা চালকদের স্বাস্থ্য ও বীমা সেবা প্রদানে জরিপ কার্য শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : যুব সমাজের আলো এনজিও এর স্ব-অর্থায়নে গত ৮ ডিসেম্বর হইতে আগামী ১৮ ডিসেম্বর- ২০১৬ইং তারিখ র্পযন্ত ১০ (দশ) দিনব্যপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৩৫টি কেন্দ্রে / গ্যারেজ রিক্সা চালকদের স্বাস্থ্য, অধিকার, প্রশিক্ষন, মর্যাদা ও বীমা সেবা প্রদানের লক্ষ্যে ২০১৬-২০২১ হইতে ০৫ (পাঁচ) বৎসর মেয়াদী প্রকল্পের প্রাথমিক জরিপ কার্য শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রত্যেক রিক্সা গ্যারেজ মালিক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বসবাসকারী সমাজের সর্বস্তরের জনগোষ্ঠীর সহযোগীতা কামনা করছে সংস্থ্যাটি।

যুব সমাজের আলো সংস্থা সামাজিক দায়বদ্ধতা বোধ থেকে ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক দল স্বেচ্ছাব্রতী যুব সম্প্রদায় সহযোগীতার মনোভাব নিয়ে বরিশাল জেলায় এনজিও ফোরাম- বরিশাল অঞ্চল এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় গত ২০০০ইং সাল থেকে নারী অধিকার, ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ আইন) বাস্তবায়নে সহযোগীতা, যুব নেতৃত্ব বিকাশ, ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন প্রকল্প সহ বিবিধ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। যুব সমাজের আলো সংস্থা সমাজের অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত ব্যক্তি/ গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়নে করে আসছে। এই লক্ষ্যে যুব সমাজের আলো সংস্থা ঢাকা বিভাগের পার্শ্ববর্তী অন্যতম জেলা ও বন্দর নগরী নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র, রিক্সা চালক, রিক্সা গ্যারেজ মালিকদের সাথে নিয়ে তাদের অধিকার, স্বাস্থ্য সেবা, প্রশিক্ষন, মর্যাদা বৃদ্ধি ও বীমা সেবা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০১৬-২০২১ইং ০৫ (পাঁচ) বৎসর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে অত্র জেলায় অবস্থিত কারিগরি দক্ষতায় দক্ষ রিক্সা গ্যারেজ মালিক রিক্সা চালকদের উন্নয়নের জরিপের কাজ চালু করতে যাচ্ছে।

প্রসঙ্গত, যুব সমাজের আলো সংস্থা অত্র প্রকল্পের আওতায় প্রায় ৩০ থেকে ৩৫ জন নির্বাচিত গ্যারেজ মালিক ও ১৫০০শ রিক্সা চালকদের সাথে নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এ বিষয়ে নির্বাচিত গ্যারেজ মালিকদের ক্ষুদে বার্তা/ এসএমএস এর মাধ্যমে নির্বাচিত দিনক্ষন জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে প্রকল্প কর্মকর্তা জনাব মোঃ সহিদ হোসেন, মোবাঃ ০১৬৭০ ৯৩৮১৫৬ এই নম্বরে যোগাযোগ করে নাম নিবন্ধনের অনুরোধ করা হইল।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত