যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যুব উন্নয়ন কেন্দ্রে কম্পিউটার বেসিক ও আইসিটি বিষয়ক ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ৭০টি আসনের বিপরীতে ৪১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে আবেদন জমা পরেছিলো ৭০০। ৫০ নাম্বারের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ, সাহিত্য, ইতিহাস, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের উপর ৫০টি প্রশ্ন ছিলো। তার মধ্যে নারায়ণগঞ্জ কারাগারে কয়েদীদের জন্য গার্মেন্ট প্রতিষ্ঠা বিষয়ক একটি প্রশ্ন ছিলো।

পরীক্ষা শুরুর পর জেলা যুব উন্নয়ন উপ পরিচালক একেএম শাহরিয়ার রেজা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরীক্ষা শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুব উন্নয়নের অধীনে বেকার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং আত্ম কর্মসংস্থান প্রকল্প গ্রহণের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের সুযোগ রয়েছে। এতে তিনি উপযুক্তদের অংশ নেয়ার জন্য আহ্বান জানান।

২৫ ডিসেম্বর দুপুর ২টায় এ লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এতে যারা উত্তীর্ণ হবেন তারাই ২৬ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নিবেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৭ ডিসেম্বর এবং ভর্তির তারিখ ৩১ ডিসেম্বর। আগামী বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে এ কোর্স শুরু হবে বলে জানিয়েছেন জেলা যুব উন্নয়ন উপ পরিচালক একেএম শাহরিয়ার রেজা।

add-content

আরও খবর

পঠিত