নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : জননন্দিত নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক চার চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা খালেদ বিন আজিজ ( ডালিম ) । শনিবার ( ৫ মে ) বাদ যোহর নগরীর উত্তর চাষাড়া বাগে মসজিদের সামনে এই দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের সহধর্মিণী ও নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান।
আরোও উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, সদস্য মো. নাসির, সুমন আহমেদ, ঝিকু আহমেদ প্রমুখ ।
এ সময় প্রয়াত জননেতা নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে গরিব ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয় ।