নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকাল ৩টায় মীরকূন্ডী উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজ্বী এহসানুল হাসান নিপু।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হাসান নিপু বলেন, আজ ১৫ আগস্ট বাঙ্গালী জাতির এক কালো অধ্যায় রচিত হয়েছে। আজকের এদিনে পাকিস্তানের দোসররা ষড়যন্ত্র মূলক নির্মম ভাবে বঙ্গবন্ধু সহ স্ব-পরিবারে হত্যা করে। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এ দেশ নিস্তব্দ হয়ে যাবে। পাকিস্তানী শাষন ব্যবস্থা কায়েম করবে। কিন্ত নরপিচাশদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। ওরা জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু বেচে থাকবে। বাঙ্গালীদের কখনো দাবিয়ে রাখা যায়। বঙ্গবন্ধু শুধু এদেশের নয় ওনি বিশ্ব নেতা। এই দিনে আমরা বাঙ্গালী জাতি তাকে শ্রদ্ধা ভরে স্বরন করি।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের মানুষ আজ তার সুফল ভোগ করছে। বাংলাদেশ আজ বিশ্বেও মানচিত্রে অনন্য উদাহরন। না.গঞ্জের গনমানুষের নেতা একে.এম শামীম ওসমানের নেতৃত্বে আমরা যুবলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদেও ঘৃনা জানাই। পাশাপাশি যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের সাধুবাদ জানাই।
বন্দর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক হাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা যুবলীগ নেতা শেখ মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মহসিন মিয়া, সহ-সভাপতি এড. তাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোরশেদ আলম আকি, আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, কুশিয়ারা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো: নাদিম থানা যুবলীগ নেতা মাসুম আহমেদ, ডালিম হায়দার, নুরবাগ পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক রাজু আহমেদ, বন্দর থানা ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনউদ্দিন মানু, বন্দর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ বাদল, ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, মো: এমদাদ মাষ্টার, মো: হেফাজ উদ্দিন, মো: নুর হোসেন সরদার, মো: রাজু, শাহালম, হালিম, জামান, সাদ্দাম, লাভলু, সোহেল, জিয়াবুর, খোরশেদ, মাকসুদ, জনি, সানি প্রমূখ।