যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে চারশত শ্রমিক পেল খাদ্য সামগ্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন আরও ৪‘শ ব্যাটারি চালিত ইজিবাইক চালক শ্রমিকের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলো নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে খান মাসুদের উদ্যোগে ৩য় ধাপে বন্দর টু চৌধুরী বাড়ি রুডে চলাচলরত ইজিবাইক চালকদের বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

করোনা ভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বন্দর সেন্ট্রাল খেয়াঘাটস্থ বেবি-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি তথা জেলা যুবলীগনেতা খান মাসুদ ঘরে বসে নেই। গত ৩০ র্মাচ থেকে সারা দেশে করোনা ভাইরাসের প্রার্দূভাব ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জে প্রকট আকার ধারন করে। রেড জোন হিসেবে চিহিৃত করা হয় শহরকে। বন্দরেও এর প্রভাব দেখা দেয়। আক্রান্ত হয় অনেকে। নবীগঞ্জে এই রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুও হয়। এর পরই বন্দরে সর্বত্রই লক ডাউন করে দেওয়া হয়। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে বন্দর বেবি-সিএনজি স্টান্ডেও শ্রমিকদের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। কর্মহীন হয়ে পড়ে প্রায় দেড় হাজার চালক শ্রমিক। গাড়ি চালাতে না পেরে শ্রমিকরা হতাশাগ্রস্থ হয়ে পরেন। স্ত্রী-সন্তান নিয়ে অসহায়ত্ব বোধ করে বেবি-সিএনজি ও ইজিবাইক চালক শ্রমিকরা। ঠিক সেই সময়ই শ্রমিকদের পাশে এসে দাড়ায় শ্রমিকবান্ধব নেতা খান মাসুদ। শ্রমিকদের মাস্ক বিতরনসহ ঘরে অবস্থান করার নির্দেশ দেন তিনি। বাড়ি বাড়ি খাবার পৌছে দেন তার স্বেচ্ছাসেবীদের নিয়ে।

খাদ্য সামগ্রী বিতরণ পূর্বে খান মাসুদ বলেন, বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ রুপ নিচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান করে আসছি শ্রমিক ভাইদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন কেউ না খেয়ে মরবেনা। আমি আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি শ্রমিক ভাইদের তালিকা তৈরী করে বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি। বিত্তবানদের প্রতি আমার আহ্বান আপনারা আপনাদের সাধ্যমতো কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ান। এসময় উপস্থিত ছিলেন,বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, বন্দর থানা যুবলীগ নেতা শেখ মমিন,হোসেন,মোঃ সানি,বাবু মোল্লা,খোরশেদ আলম,আজিজুল হক আজিজ,রতন সরকার, মোঃ মিলন,কামাল গোলাম মোস্তফা, হীরা,আল-আমিন, রাজু আহমেদ,নুরুজ্জামান,ইমরান চিশতী,মোঃ আলী, মোঃ কানন, সাদ্দাম হোসেন,আমানুল্লাহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত