যুগান্তরের বর্ষপূর্তিতে ফতুল্লায় দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, স্বজন সমাবেশের উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় হযরত আলী শাহ্র মাজার মাঠে এ সমাবেশ শেষে গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের সভাপতিত্বে দোয়া করেন হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার চাঁদপুরী। সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক তানভির হোসেন, শওকত আলী সৈকত, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত লিংকন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক আজমীর হোসেন, নারায়ণগঞ্জ স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সেলিম, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগ নেতা মেহবুবুল হক তালুকদার টগর, নূর আলম আকন্দ, মিজানুর রহমান, শাহ আলম, আজিজুল হক, ব্যবসায়ী সোহেল, আশিক রনি,  সাইদুর রহমান মিলন, মানবাধিকার কর্মী রেহানা ফেরদৌসী। এছাড়াও ফতুল্লা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত