নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : যানজটের অন্যতম উৎস নিতাইগঞ্জ এলাকাতে ট্রাকস্ট্যান্ডাটি সরিয়ে সকাল ৬টা হতে রাত ৯টা পর্যন্ত ট্রাক রেখে লোড আনলোড নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এর ফলে সকাল থেকে বিকেল র্পযন্ত উল্লেখিত স্থানটি দখল মুক্ত থাকায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে জনমনে। আর এরই ধারাবাহিকতায় নগরবাসীকে যানজটের দূর্ভোগ থেকে আরও একটু রেহাই দিতে পর্যায়ক্রমে শুরু হয় অবৈধভাবে ফুটপাতের উপর স্থাপনা সরিয়ে ফেলতে উচ্ছেদ অভিযান।
২রা আগস্ট বুধবার বিকেল থেকে নগরীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সলিমুল্লাহ রোড, কালীরবাজার ও বিবি রোড সহ সড়কের বিভন্ন ফুটপাতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হামিদ মিয়া।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, নগরবাসীকে যানজটের দূর্ভোগ থেকে রেহাই দিতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত লোড-আনলোড এর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এব্যাপারে মনিটরিং চলছে। পর্যায়ক্রমে আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধভাবে ফুটপাতের উপর স্থাপনা সরিয়ে ফেলা সহ বিভিন্ন দিক নিয়ে আমরা কাজ করবো। যাতে করে নগরবাসী কোন প্রকার ভোগান্তি ছাড়াই নির্বিঘেœ পথ চলতে পারে।