নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীর ছদ্দবেশে অটো রিকশা ছিনতাই করে পালানোর সময় ওহিদুল (২০) নামে এক ছিনতাইকারিকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। ৬ই এপ্রিল মঙ্গলবার রাতে বন্দর থানার বালিগাও এলাকায় ছিনতাইকালে তাকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারি ওহিদুল বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আয়নাল হক মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে অটো রিকশা চালক আমির হামজা বাদী হয়ে ৭ই এপ্রিল বুধবার সকালে আটককৃত ছিনতাইকারি ওহিদুলসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ৮(৪)২১ তাং- ৭-৪-২১ইং।
জানা গেছে, সুদূর ব্রাক্ষনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার কালিকাপুর এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আমির হামজা গত ১০ দিন যাবৎ বন্দরে অটো রিকশা মালিক জুম্মানের নিকট থেকে অটো রিকশা ভাড়া চালিয়ে জীবন যাপন করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় অটো রিক্সা চালক যাত্রী নেওয়ার জন্য মদনপুর স্ট্যান্ডে অবস্থান করে। ওই সময় ছিনতাইকারি ওহিদুলসহ তার সাথে থাকা বন্দর উপজেলার পিচকামতাল এলাকার সেলিম মিয়ার ছেলে ইমরান ও লাঙ্গলবন্ধ নগর এলাকার নুরুর হক মিয়ার ছেলে মাহফুজ ও একই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে তানজিল মালিবাগ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে অটো রিকশায় উঠে। পরে চালক যাত্রীদের গন্তব্য স্থানে যাওয়ার উদ্দেশ্যে রহনা হলে রাত ৮টা ৫ মিনিটে অটোগাড়ীটি বালিগাও জনৈক আমির মিয়া মুরগী র্ফামের সামনে আসলে ওই সময় যাত্রী ছদ্দবেশে চার ছিনতাইকারি অটো রিকশা চালককে হাত পা বেঁধে বেদম ভাবে পিটিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় চালকের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় জনতা ছিনতাইকারিদের ধাওয়া করলে ওই সময় ছিনতাইকারি ইমরান, মাহফুজ ও তানজিল পালিয়ে গেলেও অপর ছিনতাইকারি ওহিদুল ছিনতাইকৃত অটো রিকশা সহ জনতার হাতে আটক হয়। পরে জনতা আটকৃতকে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলে পুলিশ ওই মামলায় অটো ছিনতাইকারি বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।