নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প-এর রূপগঞ্জ টিমের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোর ৬টায় এশিয়ান হাইওয়ে গড়াই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিন ও তাজুল ইসলামকে আটক করেছে। এসময় তাদের রাখা ৭১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন জানান র্যাব-১ সিপিসি-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী।
এক প্রেস ব্রিফিং করে জানান, ৬টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী নাবিল পরিবহনের একটি এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসার সংবাদ পান। সংবাদ পেয়ে ৬মার্চ বুধবার ভোর ৬টার দিকে র্যাবের একটি দল টাংগাইলের গড়াই মিলগেইট এলাকায় চেকপোস্ট স্থাপন করে নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের এই গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশী করতে গেলে গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় র্যাবের সদস্যরা তাদের আটক করে।
আব্দুল্লাহ আল মেহেদী জানান, আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানা দাউদপুর এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান ও একই জেলার নবাবগঞ্জ থানা, তিখুর এলাকার মৃত ইছাহাক আলীর ছেলে মো. তাহাজুল ইসলাম। তিনি আরো জানান, বাসের মালামাল রাখার বক্সের মধ্যে কৌশলে দুইটি বস্তায় ভর্তি ৭১২ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। এর সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত সিমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল এনে ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত।