নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী সহ মোট ৯জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ২৬ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ ক্লাব লি: মিলনায়তনে শুরু হওয়া প্রথম দিনে ১ নং থেকে ১৮ নং ওয়ার্ডের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
মনোনয়ন পত্র বাতিলকৃতরা প্রার্থীরা হলেন, নাসিক ২নং ওয়ার্ডে হাজী মো: সুমন কাজী, ৫নং ওয়ার্ডে গোলাম মো: সানবীর, ৭নং ওয়ার্ডে আবুল কালাম, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন খোকন, ১২নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৩নং মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ, ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকার।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান, ঋনখেলাপী হওয়ায় নাসিক ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদ্বয় খোরশেদ ও শাহ ফয়েজ উল্লাহসহ ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা আগামী ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপীল করতে পারবেন।
এদিকে, মনোনয়ন বাতিলের বিষয়ে টানা দুইবারের বিজয়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, স্ট্যাান্ডার্ট চাটার্ড ব্যাংকে ক্রেডিট কার্ডের বিপরীতে পাওনাকৃত ২ লাখ ৩৯ হাজার টাকা গত ২০ নভেম্বর আমি ব্যাংকে পরিশোধ করেছি। কিন্তু জমাদানের কাগজপত্র স্ট্যাান্ডার্ট চাটার্ড ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়নি বিধায় আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে এবিষয়ে খোরশেদ আপীল করবেন বলে জানান।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রবিবার মেয়র প্রার্থীসহ ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন। আগামী ৫ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।
প্রসঙ্গত, নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ৯ জন মেয়র প্রার্থী, ১২৫ জন সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৩২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।