নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সোমবার ১৫ আগাস্ট সকাল ৯টায় নগরীর চাষাড়াস্থ বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার মো: মঈনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই। নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, মহানগর আওয়ামীলীগের পক্ষে সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাধারন সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল।নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে সহ-সভানেত্রী আঞ্জুমান আরা আকসির, ড. শিরিন শারমিন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হক নিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোক র্যালী শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করেন।