যতই ভয় দেখানের চেষ্টা করবে, ততই আমাদের আরো সোচ্চার হতে হবে : আনু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত মঙ্গলবার বিকেলে সংস্কৃতি কর্মীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই বুধবার বিকেলে চাষাঢ়া শহীদ মিনারেই প্রতিবাদী সমাবেশটির আয়োজন করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা নারায়ণগঞ্জ জেলা কমিটি। সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার হারিয়েছে তার কান্ডজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞানকে। তারা সুন্দরবনকে বন না মনে করে একটি জমি মনে করছে। আর তাই সুন্দরবন ধংস করতে ১৩২০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র সেখানে নির্মান করে সরকার তার নির্বুদ্ধিতার পরিচয় দিতে চলছে।

মঙ্গলবার চাষাঢ়া শহীদ মিনারে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা শহীদ মিনারে হামলা করেছে এতে তাদের শক্তির বহির্প্রকাশ ঘটেনি। বরং তারা যে সাধারণ মানুষের দাবির কাছে ভীত তারই বহির্প্রকাশ ঘটেছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার হলে তাদের লোকজন কিভাবে শহীদ মিনারে হামলা করে। কারণ শহীদ মিনার হচ্ছে প্রতিবাদের প্রতীক, মাথা নত না করার প্রতীক। তারা যতই আমাদের ভয় দেখানের চেষ্টা করবে, ততই আমাদের আরো সোচ্চার হতে হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, শামীম ওসমান যখনই বিদেশে থাকে তখনই একটি করে অঘটন ঘটে। তিনি শহীদ মিনারে হামলা প্রসঙ্গে বলেন, বছরের পর বছর ওরা রক্তপাত ঘটাবে আর আমরা নিরবে তা সহ্য করবো তা হতে পারে না। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন কেন যে আপনি নারায়ণগঞ্জে তাদের লালন পালন করেন তা আমাদের বোধগম্য নয়।

সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন এবং সরকারকে নারায়ণগঞ্জের মানুষের পক্ষে থাকতে হবে। আগামী নির্বাচনে যদি জনগণের সমর্থন চান তাহলে সাধারণ মানুষের পক্ষে থাকতে হবে। যারা শহীদ মিনারে হামলা করেছে তারা সংস্কৃতির শত্রু, তারা সুন্দরবনের শত্রু। তিনি অবিলম্বে শহীদ মিনারে কবি আরিফ বুলবুলসহ অন্যদের উপর হামলাকারীদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সন্ত্রাস দিয়ে কোন আন্দোলনকে বন্ধ করা যায় না। বুকে সাহস থাকলে পেছন থেকে নয় সামনে থেকে আঘাত করা হতো। যারা পেছন থেকে আঘাত করে তাদের সঙ্গে জঙ্গিদের সাদৃশ্য রয়েছে। আর যাদের সঙ্গে জঙ্গিদের সাদৃশ্য রয়েছে তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি হালিম আজাদ, সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, নাগরিক কমিটির আবদুর রহমান, ন্যাপের আওলাদ হোসেন, ভবানী শঙ্কর রায়, অমল আকাশ, তরীকুল সুজন, জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যার আগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে অতর্কিতে হামলা করে কবি আরিফ বুলবুল, ছড়াকার আহম্মেদ বাবুল, গায়ক শাহীন মাহমুদ এবং অমল আকাশ নামে ৪ সাংস্কৃতিক কর্মীকে আহত করা হয়। তাদের মধ্যে কবি আরিফ বুলবুলকে কুপিয়ে আহত করা হয়। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা দায়ের

এদিকে মঙ্গলবারের ঘটনায় গতকাল বুধবার দুপুরে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রফিউর রাব্বি মামলাটির বাদি হয়েছেন বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান খান। ওসি বলেন মামলা দায়েরের পর ঘটনা সর্ম্পকে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে

add-content

আরও খবর

পঠিত