নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদরের কাশিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর-নরসিংপুর একটি সমৃদ্ধ ও শতভাগ শিল্পাঞ্চল। এই অঞ্চলের বেপারী পাড়ার পিছনের অংশে ছোট পাড়ায় একটি রাস্তার জন্য দীর্ঘদিন মানুষের দুর্ভোগ। ছোট পাড়ার যাতায়াতের জন্য মূল অংশে প্রভাবশালীদের বাসা বাড়ির দূষিত পানি এবং ময়লা আবর্জনার ভাগার পরিণত হয়েছে।
অঞ্চলের কিছু অংশ ঘুরে দেখা যায়, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু প্রভাবশালীদের চিন্তা চেতনার অভাবে ছোট পাড়ার মানুষদের রাস্তায় ময়লা আবর্জনা ও তাদের ব্যবহারের পানি ফেলছে।
উত্তর-নরসিংপুর গ্রামের বেপারী পাড়ার ছোট পাড়া অঞ্চলের মানুষদের সাথে কথা বলে জানা যায়, তারা বারবার এলাকার জনপ্রতিনিধিদের অবগত করলেও আশা দেয় কিন্তু কাজ করে না। বছরের ৮ মাস এই রাস্তায় ময়লা পানি জমে থাকে। এতে প্রায় প্রতিটি বাড়িতে দূষিত পানি বাহিত রোগে আক্রান্ত অন্তত একজন। এখানে প্রায় সবসময় পানি জমে থাকে, যার ফলে ডেঙ্গু মশার জন্ম হয়। প্রশাসন এসব দেখেও কেন নিশ্চুপ তা আমাদের অজানা।
শিল্পাঞ্চলে মানুষের রাস্তার ব্যবস্থা নেই যা খুবই হতাশাজনক। বহু যুগ আগে থেকে ছোট পাড়ার মানুষ আশপাশের এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ অর্জনে সক্ষম হয়। ছোট পাড়ার অধিকাংশ মানুষ গার্মেন্টস চাকরি বা ব্যবসার কাজে এই রাস্তা ব্যবহার করেন। তাদের একমাত্র অবলম্বন এই রাস্তা। কিন্তু এখন রাস্তার কোন অস্তিত্ব নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি দ্রুত যেন আমাদের সমস্যার অবসান হয়।