নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ময়মনসিংহে এক সড়ক দুর্ঘটনায় একটি পরিবার শেষ হয়ে গিয়েছে। শিশু ও নারীসহ পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো জানা যায়, ময়মনসিংহের ফুলপুরে তাদের বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের শিশুসহ আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ সময় দেখা যায় এক বাবা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তার কন্যাকে বাচাতে বাবা তার নিচের বুকে আগলে রেখেছিলেন তার কন্যা সন্তান। নিজে বাচতে পারেননি তারপরও মেয়েকে বুক ছাড়া করেননি সেই বাবা।
এদিকে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়। দুই জনকে জীবিত উদ্ধার করা হয় । এছাড়া ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।