নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ইকবাল বিন হাকিম) : নারায়ণগঞ্জ রূপগঞ্জের খাদুন এলাকায় মৎস্য চাষ করে সফলতা অর্জন করেছেন এক ব্যবসায়ী। দুই বৎসর আগে তিনি মাত্র ১০০০০০/- টাকা পুজিঁ নিয়ে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে তার মৎস্য খামারে ১০০০০০০/-টাকার মত পুজিঁ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতিত্বে দেশে এগিয়ে যাচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সপ্ন বাস্তবায়নে ও দেশ থেকে বেকারত্ব দূরীকরনে মৎস্যচাষ অগ্রনী ভূমিকা পালন করবে। আমাদের দেশ মৎস্য চাষে উপযোগী। পাট উৎপাদন করে তা বৈদেশে রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করায় পাট যেমন সোনালী আশঁ বলা হয় ঠিক তেমনি এদেশে মৎস্য চাষ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ থেকে বেকারত্ব দূরীকরনের মাধ্যমে উন্নয়নের শিখরে পৌছানো সম্ভব।