নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেনসিডিল সহ শেখ আবু আনসারী মিঠু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতে ১টি মোটরসাইকেল জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত আসামী শেখ আবু আনসারী মিঠু রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকার মৃত শেখ ওসমান গনির ছেলে।
১৯ই ফেব্রুয়ারি শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী শেখ আবু আনসারী মিঠু মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেলের আরোহী সেজে ভ্রমণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করতো। ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।