মোগরাপাড়া ইউপিতে তৃতীয় বারের মত চেয়ারম্যান বাবু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে  তৃতীয় বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলেন আরিফ মাসুদ বাবু। ১৫ জুন বুধবার সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনিকে ১১৩২ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ। এরপর রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

ইউনিয়নের মোট ১২ টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সোহাগ রনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট ও আনারস প্রতীকে আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট।

এদিকে, ইউপিতে ভোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে  ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ইউনিয়নের ২৪২৩৪ জন ভোটার ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভোটাররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেন। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সারাদিন ভোট গ্রহণ ছিল খুবই শান্তিপুর্ন ও নিরপেক্ষ। কোন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি তবে ইভিএমে ভোট গ্রহণ ধীরগতির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ব্যাপারে সরজমিনে ভোট গ্রহন সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা ভোট গ্রহণে ধীরগতির জন্য ভোটারদের অসচেতনতাকে দায়ী করেছেন।

এ নির্বাচনে ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান রক্সি (ঘোড়া) ও মো. সুরুজ মিয়াও (মোটরসাইকেল) লড়েছেন চেয়ারম্যান পদে। সাধারণ ইউপি সদস্য পদে লড়েছেন ৪৩ জন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে আছেন ১০ জন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন।

তৃতীয় বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আরিফ মাসুদ বাবু জানান, এ জয় মোগড়াপাড়াবাসীর। আমি জয় আমার ইউনিয়নবাসীকে স্বর্গ করলাম।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন গোলযোগ কিংবা অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে শুনেছি তবে এতে কোন সমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই।

add-content

আরও খবর

পঠিত