মেয়েদের কর্মশীল করতে ১ দিনের প্রশিক্ষন মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মেয়েদের কর্মশীল করতে ১ দিনের প্রশিক্ষন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ই নভেম্বর রবিবার তানজিম হোমিও হলে এর আয়োজন করে র্গালস নেটওর্য়াক এবং জেলা যুব মহীলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমীন শাকিল মেঘলা। দুপুর ২ টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন কর্মসূচী সন্ধ্যা ৬ টায় শেষ হয়।

এ কর্মসূচীতে অংশ নেয় ৪০ জন প্রশিক্ষানার্থী। তাদেরকে নাম মাত্র ১০০ টাকার বিনিময়ে পার্লারের দুইটি কাজ শিখানো হয়। এতে রয়েছে পার্টি মেকাপ ও হেয়ার  র্কাট। ট্রেনার হিসেবে ছিলেন মোহনা হাসান।

এ ব্যপারে প্রশিক্ষন মেলার আয়োজক শারমীন শাকিল মেঘলা জানায়, আমরা এই প্রশিক্ষনের মাধ্যমে মেয়েদেরকে আরও স্বাবলম্বি করে গড়ে তোলতে চাই। তাছাড়া এই প্রশিক্ষনটি তারাঁ নিজেদের ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য কাজে লাগাতে পারবে। আমরা এবারের অনুষ্ঠানটিতে ব্যপক সাড়া পেয়েছি। তাই আগামীতে এই প্রশিক্ষন মেলাটি আরও বড় আকারে করার ইচ্ছা পোষন করছি। এসময় উপস্থিত ছিলেন, সাদিয়া খান, আনন্দি প্রধান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত