নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান বলেছেন, গার্লস অব নারায়ণগঞ্জের উদ্যোগে মেয়েদের এমন অগ্রগতি আমাকে উদ্বুদ্ধ করে। মেয়েরা শুধু ঘরেই নয়, এভাবে বাহিরে এসে বানিজ্যিকভাবে এগিয়ে আসলে র্অথনৈতিকভাবে দেশ আরো এগিয়ে যাবে। আমি এধরনের কাজে সবসময়ই মেয়েদের পাশে আছি। ৪ঠা আগস্ট শনিবার বিকালে বিবি রোডে গ্রান্ডহলের ৫ম তলায় একটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবেদককে অনুভুতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
মেলার উদ্বোধন শেষে পারভিন ওসমান মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। নিজের জন্য এই মেলা থেকে পন্যও ক্রয় করেন। এসময় আয়োজকদের পক্ষে থেকে অনুষ্ঠানটির প্রধান অতিথি পারভিন ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপটির এডমিন রোবাইয়া বুশরা খান, তানমন তাজমীন সহ গ্রুপের অন্যান্য সদস্য ও মেলার আয়োজকবৃন্দ।
এসময় তিনি আরো বলেন, দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের চাইতে দেশকে নিয়ে বেশী ভাবেন। তিনি একজন নারী হয়েও বাবা মা হারিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
প্রি ঈদ মেলাটির আয়োজন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় গ্রুপ গার্লস অব নারায়ণগঞ্জ। আজ থেকে শুরু হওয়া মেলাটি দুই দিনব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৯টা পর্যন্ত চলবে মেলা। এই মেলায় ৩৫টি ষ্টল রয়েছে যেখানে নারীদের জন্য পোশাক, কসমেটিক, জুয়েলারী সহ বিভিন্ন পন্য পাওয়া যাচ্ছে।
এসময় আমন্ত্রিত অতিথি হয়ে আরো উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় পার্টি নেতা শাহ শরীফ হোসেন, জাতীয় ছাত্রসমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ প্রমুখ।