মেয়র প্রার্থী মাসুম বিল্লাহর হাতপাখা প্রতীক নিয়ে গণসংযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক পেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ২৮ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন।

মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, জনগণ এবার ইসলামী শক্তিকে বিজয় করার জন্য বদ্ধপরিকর। হাতপাখার যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিজয় আমাদের হবে, ইনশা আল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুহা. নুর হোসাইন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুহা. মিজানুর রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আমীন দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিলাল খান, সমন্বয়কারী মো.ইব্রাহিম খলিলুল্লাহ।

add-content

আরও খবর

পঠিত