নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুফতি মাসুম বিল্লাহ। আজ ৮ই ডিসেম্বর বেলা ১২টায় মুফতি মাসুম বিল্লাহর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা ।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালানা কমিটির আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. আমির হোসেন।
এ সময় সাংবাদিকদের সাক্ষাতকালে আহবায়ক মাও. দ্বীন ইসলাম বলেন, এবার সিটি নির্বাচন হবে চ্যালেঞ্জের। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে, ইনশা আল্লাহ্। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, উন্নত ও পরিচ্ছন্ন সিটি বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। আমাদের প্রার্থী বিজয়ী হলে সিটির সকল সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।