নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, আপনারা আমাকে চিনেন, আমি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্ব পালন করেছি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে। এবার আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই এবং পাশে থাকতে চাই।
এ সময় তৈমুর বলেন, আমি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি, এবার মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছি। আপনাদের সকলের দোয়া-সমর্থন ও ভোট চাই, যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি। আজ ২২ই ডিসেম্বর বুধবার দেওভোগ এলাকায় শুক্কুরকারী জামে মসজিদে যোহর নামাজ শেষে মুসুল্লীদের কাছে দোয়া চান তৈমুর।
তিনি আরও বলেন, এ লক্ষ্যে আপনাদের দোয়া চাওয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন যে, আল্লাহ পাক যেন মেহেরবানী করে আমাকে নির্বাচনে জয়ী করে এবং জয়ী হয়ে আপনাদের সেবা করে যেন মহান আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারি।
বক্তব্য শোনার কারণে তিনি উপস্থিত মুসুল্লীদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তৈমুরের মনের আশা পূরণ করার জন্য দোয়া করেন মসজিদের ইমাম। নামাজ শেষে জেলা-মহানগরসহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে গণসংযোগ করেন তৈমুর আলম খন্দকার। দেওভোগস্থ শেখ রাসেল পার্কের সামনে থেকে শুরু হয়ে দেওভোগ পাক্কারোড মোড়, ১ নং বাবুরাইল, ২ নং বাবুরাইল, বেপারী পাড়া, চেয়ারম্যান বাড়ি এলাকা ঘুরে পানির টাংকি পর্যন্ত চলে এ গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম।
এ সময় তৈমুরের সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন রোজেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাবেক সহ-সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হান্নান মামুন, যুবদল নেতা রানা মুজিব সহ প্রমুখ।