মেয়র আইভী উন্নয়নে বিশ্বাসী- কাউন্সিলর হান্নান সরকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা সদ্য ঘোষিত উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াত আইভীর উন্নয়নের ধারাবাহিকতায় বন্দরের এনায়েতনগর এলাকায় পুরোদমে শুরু হয়েছে আর.সি.সি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ। ২৩ জুন বৃহস্পতিবার এনায়েতনগর এলাকার জাতীয় পার্টির নেতা আজিজুল হকের বাড়ি হতে ওয়ার্কশপ পর্যন্ত ৫শ ৯০ফুট দৈর্ঘ্য ও ১০ফুট প্রস্থর গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার।

ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাইম ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। প্রাইম ইন্টারন্যাশনালের পক্ষে কাজের তদারকি করেন খন্দকার কাওছার,নবী আউয়াল দেওয়ান ও শফিউল্লাহ মিয়া বাবু। এছাড়া সার্বক্ষনিক ওয়ার্ক এসিস্ট্যান্টের দায়িত্ব পালন করেন সোহেল দেওয়ান। মূল রাস্তাসহ এতে ব্যায় ধরা হয়েছে  ১ কোটি ৮০ লাখ টাকা। পরিদর্শনকালে হান্নান সরকার বলেন, উন্নয়নের ক্ষেত্রে মেয়র আইভীর কোন কার্পন্যতা নেই। তিনি উন্নয়নে বিশ্বাসী এবং উন্নয়ন করতেই স্বাচ্ছ্যন্দবোধ করেন। পরিশেষে সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে উপমন্ত্রীর মর্যাদা প্রদান করায় তাকে সাধুবাদ জ্ঞাপনসহ তার দীর্ঘায়ূ কামনা করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত