নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার সহধর্মিণী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল্লামা আবেদী (মা:জি:আ:)। ৬ই আগস্ট শুক্রবার সন্ধ্যায় নগরীর দেওভোগে অবস্থিত চুনকা কুঠিরে গিয়ে এ সমবেদনা জানান তিনি।
এ সময় মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাশে বসে দীর্ঘ সময় আলাপ করেন ও কিছুক্ষণ সমবেদনামূলক কথা বলেন। আলাপচারিতা শেষে মরহুমার রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার জামাতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।