মেয়রের নিরাপত্তার সর্বোচ্চ ব্যাবস্থা করেছিলাম : শাহ নিজাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিরাপত্তার সর্বোচ্চ ব্যাবস্থা করেছিলেন বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে ১০টা ৩মিনিটে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেছেন। যা হুবুহু পাঠকদের জন্য তোলে ধরা হলো।

তনি লিখেছেন- আশ্চর্য হই যখন দেখি কোন রাজাকারের সন্তান স্বাধীনতার ৫০ বছর পরেও নৌকা নিয়ে নির্বাচিত মেয়রের সামনে দাড়িয়ে মাইকে কথা বলে। এরা এক শ্রেণির দালাল যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে। এরা স্বার্থের প্রয়োজনে প্রতিনিয়ত প্রশাসনের বিরুদ্ধে কথা বলে।এরা তারাই যারা দিগন্ত টিভি খুলে দেয়ার জন্য মানব বন্ধন করে।যদিও এই ধরনের দালালরা নারায়ণগঞ্জের মানুষের কল্যানে জীবনে কিছু করেছে এমন কোন নজির নাই। এরা সংঘবদ্ধ দালাল চক্র। দালালী করা এদের পেশা। এদের কথায় আমার কিছু যায় আসে না। আমি সেদিন মেয়রকে নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলাম যেদিন মেয়রকে সামনে ঠেলে দিয়ে এই দালালরা পিছন থেকে পালিয়েছিলো। ওদের টার্গেট ছিলো মেয়রকে বিপদে ফেলে নারায়ণগঞ্জের রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি করতে। ওদের এই নীল নকশা বুঝতে পেরেছিলাম বলেই মেয়রের নিরাপত্তার সর্বোচ্চ ব্যাবস্হা করেছিলাম শামীম ওসমানের নির্দেশে।

প্রসঙ্গত, এরআগে দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে। যেখানে বাজেট ঘোষণা দেন নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এতে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নাসিকের কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী। এসময় বেশ কিছু বিষয়ের মধ্যে আওয়ামীলীগ নেতা শাহ নিজামকে জড়িয়ে বক্তব্য প্রদান করা হয়। সেসব বক্তব্যের জবাব হিসেবে তিনি উল্লেখিত লেখা নিজ ফেসবুকে পোস্ট দেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৬ জানুয়ারী ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকারদের সাথে সংঘর্ষে  মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে। ওইসময় হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের জন্য সংবাদ সম্মেলন করে পরস্পরকে দায়ী করেছেন নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের দুই নেতা মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। পরের দিন বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলন করেন আইভী এবং চাষাঢ়া রাইফেল ক্লাবে বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন শামীম ওসমান ।

নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইভী দাবি করেছেলিন, মঙ্গলবার তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল এবং এর পেছনে ছিলেন শামীম ওসমান। আর পিস্তল নিয়ে ‍গুলি করার অভিযোগ তোলেন নিয়াজুল এবং শাহ নিজামের বিরুদ্ধে।

অন্যদিকে আওয়ামীলীগের এমপি শামীম ওসমানের  দাবি,  সংঘর্ষ সিটি করপোরেশনের সঙ্গে হকারদের। তার সঙ্গে আইভীর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আর ঘটনার দিন নিয়াজুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নিয়াজুল আত্মরক্ষার্থে লাইসেন্স করা পিস্তল ভীত সৃষ্টি করতে বের করেছিল। ওইঘটনায় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন আহত হযেছিল। শাহ নিজাম ওই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে তাদের উদ্ধার করতে গিয়েছিল।

add-content

আরও খবর

পঠিত