নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লক্ষ ১১ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, শেখ মাহবুবুর রহমান (৩৭), মো. জাকির হোসেন (৫২) ও মো. সোহাগ চৌধুরী (৩১)। র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তল্লাসীকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩জন মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা কালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লশী করে ২৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে নতুন সাদা রঙের ৩০পিস ইয়াবাও উদ্ধার করা হয়। যা তারা মোটর সাইকেলের মাধ্যমে হয়ত চালান দিত।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় আটককৃত শেখ মাহবুবুর রহমান (৩৭) পিরোজপুর জেলার সদর থানাধীন জুসখোলা এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ ও কেরানীগঞ্জে মাদক সরবরাহ করে আসছে। তার নামে কেরানীগঞ্জ ও ডিএমপি ওয়ারী থানায় মাদক আইনে মামলা রয়েছে। মো জাকির হোসেন (৫২) সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দারপাড়া এলাকার বাসিন্দা। তার নামে ডিএমপি শ্যামপুর থানায় মাদক আইনে মামলা রয়েছে। মো. সোহাগ চৌধুরী (৩১) চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন যদুপুর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।