নরায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় সজিবুল ইসলাম রাজন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী নিহত হয়েছে ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন । সোমবার ২১ ডিসেম্বর সামনে থাকা ব্যান গাড়িকে রক্ষা করতে গিয়ে সকাল ১০:২৫ মিনিটে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের ভাই রাজিব নারায়নগঞ্জ বার্তা ২৪ কে বলেন, সকাল ১০:২০ মিনিটে মোবাইল ফোনের স্ক্রীন পেপার কিনতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। নিহত সজিব চানমারী নিবাসী নিজ গাড়ির চালককে বলে যায় “ আপনি থাকেন আমি চালাবো ৫-৬ মিনিটের মধ্যে চলে আসবো” ভাইয়াকে বলবেন। কিছুক্ষন পর যোগযযোগ করার জন্য কয়েকবার ফোনে চেষ্টা করলে ফোনটি বন্ধ পাই। পরে লোক মারফতে জানতে পাই সামনে থাকা ব্যান গাড়িকে রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে উল্টিয়ে জালকুড়ি স্টেডিয়ামের পাশের পুকুরের ডোবাতে পড়ে গেছে। পরে আশপাশে থাকা সচেতন নাগরিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত খানপুর ২০০ শজ্জা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে দায়িত্বে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরামর্ষ দিলে পথিমধ্যে সজিব পরলোক গমন করে। পরিবার, গুনগ্রাহী সকলের মাঝে শোকের ছায়া বিরাজমান সকলের একই করুন সুর! কোনভাবেই মেনে নিতে পারছি না, সজিব আমাদের মাঝে নেই, চলে গেলি না ফেরার দেশে! নিহত সজিব (২২) দুই ভাই এক বোনের মধ্যে মেজ ছিল, তার বাবা শফিকুল ইসলাম নারায়নগঞ্জ জজ্ আদালতের একজন বিজ্ঞ আইনজীবী। মাত্র ১৫দিনের ছুটিতে গত শুক্রবার মালেশিয়া থেকে বাংলাদেশে আগমন করে। সে মালেশিয়ার টেইলারস ইউনির্ভাসিটিতে হোটেল ম্যনেজম্যান্টে পড়াশেনো করত। পরে নিহতের পরিবার সজিবকে নিজ গ্রামের বাড়ি রুপগঞ্জে দাফনের কার্য সম্পন্ন করেন। সজিবের অকাল মৃত্যুতে সকল গুনগ্রাহী তার রুহের মাগফেরাত কামনা করেন।