মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মায়েদের উদ্যোক্তা হতে সহযোগীতা করবেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন বিভিন্ন স্কুলের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মায়েদের সহযোগীতার মাধ্যমে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। ৮ মে রবিবার সকাল ১০টায় বন্দরের মুছাপুর ইউনিয়নের বার পাড়া এলাকায় জহরপুর আলফাতাহ্ দারুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিম খানার দ্বিতীয় তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি বাড়ি একটি খামার বাস্তবায়নের লক্ষ্যে বিকেএমইএ  ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহযোগীতায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে ২০ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টি ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রথম ধাপে নারায়ণগঞ্জ ও বন্দর থানা এলাকার ৫’শ জন শিক্ষিত বেকার নারীকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করতে একটি করে সেলাই মেশিন ও ৫ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ এর সহযোগীতায় যথাক্রমে ৬’শ জন শিক্ষিত ও বেকার তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করতে ২৫ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান করা হয়েছে।

সেলিম ওসমান বলেন, যারা দরিদ্র যাদের সন্তানদের স্কুলের বেতন পরিশোধ করতে কষ্ট হয়। বেতন ফ্রি করে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছুটোছুটি করেন তাদেরকে এখন আর সেই ছুটোছুটি করতে হবে না। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকায় মোট ১০টি স্কুলে ৬ জন করে মোট ৬০ জন দরিদ্র শিক্ষার্থীর এক বছরের পড়ালেখা খরচ চালানোর জন্য ৫ হাজার টাকা করে প্রদান করেছি। সরকার যদি আমাদের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে পারেন। তবে আমরা কেন পারবো না তাদেরকে একটু সহযোগীতা করতে। আমরা আগামীতে প্রতিটি স্কুলের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মায়েদের সহযোগীতা করবো। তাদেরকে নতুন উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করার জন্য সহযোগীতা করবো। যাতে করে তাদের সন্তানদের স্কুলের বেতন ফ্রি করে দেওয়ার জন্য কারো কাছে হাত পাততে না হয়।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সামান্য টাকা পয়সার লোভে নিজেদের বিকিয়ে দিবে না। তোমরা ধৈর্য্য ধরো আমি সেলিম ওসমান তোমাদের জন্য আছি। আমি তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা নারায়ণগঞ্জে ২০ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টি করবো। তোমরা যদি নিজের একটু চেষ্টা করো একটু পরিশ্রম করো তাহলে তোমরাও এক একজন সেলিম ওসমান হয়ে উঠতে পারবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত