নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পুলিশের গুলিতে (অব.) মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান।
জানা যায়, চট্টগ্রাম থেকে দুপুর দেড়টায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রদীপ কুমার দাস মামলার দুই নম্বর আসামি। প্রদীপ কুমার দাসকে কক্সবাজার আদালতে নিয়ে যাচ্ছে সিএমপি।
অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, প্রদীপ কুমার দাশ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যেহেতু তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তিনি আত্মসমর্পণ করতে চেয়েছেন। আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে কক্সবাজার আদালতে পৌঁছে দেবো।
এদিকে ৫ আগস্ট বুধবার রাতে সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার কর হয়।
এর আগে, টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।