মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের জায়গা দখল করে বালু ব্যবসা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি ঘেষে বালুর স্তুপ দিয়ে ব্যবসায় পায়তারা করছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ দশানী গ্রামের আমানুল্লাহ নামে এক ব্যক্তি। আমানুল্লাহ দক্ষিণ দশানী গ্রামের মৃত. নাবালক ছৈয়ালের ছেলে।

রোববার (৫ মে) সরেজমিনে মেঘনা নদী থেকে ড্রেজার হতে পাইপ দিয়ে বিক্রির জন্য বালু স্তুপ দিতে দেখা যায়। যে স্থানে বালু স্তুপ দেয়া হচ্ছে এ জায়গায় মাছ চাষ করার জন্য বরোপীট করার জন্য নির্ধারিত স্থান। বালু স্তুপ দিয়ে বিক্রি করা শুরু করলে বেড়ি বাঁধের মাটি, পাকা স্থান ধসে পড়বে বলে মনে করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ এ স্থানে বালু স্তুপ দিয়ে ব্যবসা করলে পাঁকা সড়কের ব্যাপক ক্ষতি সাধন হবে। আমানুল্লাহ প্রভাব দেখিয়ে এ স্থানে বালু স্তুপ দিচ্ছে। এ বালুর স্তুপের কারণে সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীদের চোখে সমস্যা’সহ শ^াস কষ্ট দেখা দিবে।

স্থানীয়রা জানান, এতে বাঁধ রক্ষণাবেক্ষণ ব্যাহত হবে। আস্তে আস্তে এ জায়গাটি আমানুল্লাহ দখল করে ফেলবে। এ রকম ভাবে অনেকেই বাঁধের জায়গা দখল করে রেখেছে।

বেড়িবাঁধের জায়গা অবৈধভাবে বালু রাখার বিষয়ে জানতে চাইলে আমানুল্লাহ বলেন, অনেকেই বাঁধের জায়গা বালু রেখে ব্যবসা করছে তাই আমিও করব। এ স্থানে বরোপীট করার জন্য আবেদন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত