মুসলিমনগরে প্রয়াত নাসিম ওসমান স্মরণে এতিমদের মাঝে বস্ত্র ও নেওয়াজ বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার মুসলিমনগর সরকারী শিশু পরিবারের প্রায় ১শ শিশুর হাতে বস্ত্র তুলে দিয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। বুধবার দুপুরে নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শিশু পরিবারের নব নির্মিত ভবনের অডিটরিয়ামে  বস্ত্র ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান স্মরণে জেলার বিভিন্ন এলাকায় আ.লীগ ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ৯ মে বুধবার দুপুরে ফতুল্লার মুসলিমনগরস্থ সরকারী শিশু পরিবারের শিশুদের বস্ত্র ও নেওয়াজ বিতরনের আয়োজন করেন, এনায়েতনগর ইউনিয়ন জাতীয় পার্টির যুব সংহতির সাবেক সভাপতি হাজী মো.আওলাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, নাসিম ওসমান  তাঁর জীবদ্দশায় মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি যতোদিন বেঁচে ছিলেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষকে ভালবেসে গেছেন। নারায়ণগঞ্জকে আধুনিক করে গড়ে তোলা তাঁর একটি স্বপ্ন ছিল। আজ সে বেঁচে নেই আমি তা মনে করি না। কারণ জেলার বিভিন্ন জায়গায় যখন দেখি মানুষ তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে,তার জন্য দোয়া করছে। তখন মনে হয় নাসিম ওসমান বেঁচে আছেন তাঁর কর্মের মধ্যে নারায়ণগঞ্জবাসীর মাঝেই।

অনুষ্ঠানে কামাল উদ্দিন মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রয়াত নাসিম ওসমানের সহ ধমির্নী পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা কাজী দেলোয়ার হোসেন,রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী হাজী জামাল উদ্দিন সবুজ,হাজী মো.জাকির হোসেন, মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের  প্রধা শিক্ষক একেএম ইব্রাহিম,হাজী আক্তার হোসেন,মাওলানা আবু মুসা নেছারী,সাহাবুদ্দিন মাদবর,ইসলাম মাদবর,নূর মোহাম্মদ মাদবর,ওসমান মাদবর,জেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ উদ্দিন সরকার ও আবুল খায়ের প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত