মুখফুলদীর কাচা রাস্তাটি এখন মরনফাঁদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর ইউনিয়নের মুখফুলদী নয়ানগর এলাকার কাচা রাস্তাটি দীর্ঘ দিন ধরেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে বছরের পর বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। রাস্তার মাটি দেবে ঝুঁকিপূর্ণ গর্তের সৃর্ষ্টি হওয়ায় এলাকাবাসী ও জন সাধারণের চলাচলে নিদারুন দুর্ভোগ ও ভোগান্তির সম্মুখীন জান মালের অপূরণীয় ক্ষতিসাধিত হচ্ছে।

এ ব্যাপারে মুখফুলদী গ্রামের জনৈক বাসিন্দা কবির হোসেন জানান, ধংরাস্তাটি অনেক দিন ধরেই ভগ্নদশায় পড়ে আছে জনপ্রতিনিধি থেকে শুরু করে কারো এ বিষয়ে মাথা ব্যাথা নেই। বারবার তাদেরকে অনুরোধও করা হয়েছে কিন্তু রহস্যজনক কারণে তাদের কোন উদ্যোগ এখনো চোখে পড়েনি। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত জন সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে প্রতিনিয়তই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্ধা ঘনিয়ে এলে এ রাস্তাটি দিয়ে চলাচল করা খুবই দুস্কর হয়ে একেতে ভয়াল গর্ত তার উপরে কোন আলোকসজ্জা কিংবা বৈদ্যুতিক খুঁটি না থাকায় একরকম মৃত্যু ঝুঁকি নিয়ে পথচারীদেরকে আনা-গোনা করতে হয়। এক কথায় রাতে এ রাস্তাটি মরন ফাঁদে পরিণত হয়ে যায়।

বিষয়টি সরেজমিনে পরিদর্শণ করে জনপ্রতিনিধিদের আশু সংস্কার করা উচিত বলে সচেতন মহল মনে করছে।

add-content

আরও খবর

পঠিত